নিজস্ব প্রতিনিধিঃ
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে স্মৃতি পদক পেয়েছেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নানিয়ারচর উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগ মো. নুরুজ্জামান কে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি রন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জলিল, সাংগঠনিক সম্পাদক তাবু চাকমা, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সফিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক বাবু সর্দার, সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দীন, জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাসুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।