নিজস্ব প্রতিনিধিঃ
ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো শক্তি পৃথিবীতে কোথাও নেই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোন অপশক্তি পরাজিত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে বলেই সরকার টানা তিনবার ক্ষমতায় রয়েছে। এই সরকারের আমলে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভবিষ্যতে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যে তিনি আরো বলেন, ১৫ই আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে এদেশের গণতন্ত্রকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, আইনের শাসনকে, বাংলাদেশের আপামর জণগণকে। হত্যাকারীরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে যাবে। কিন্তু তাঁরা পারেনাই। সৌভাগ্যক্রমে আমাদের নেত্রী শেখ হাসিনা বেঁচে থাকার কারণে উনার দক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থেকে ওই খুনিদের বিচার করা সক্ষম হয়েছে। এটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। খুনিরা কখনো ভাবতে পারে নাই বাংলাদেশের মাটিতে তাঁদের বিচার হবে।
নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সসঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মোঃ মুছা মাতব্বর।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য অরুন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ডাবলু রহমান বক্তব্য রাখেন।
এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।