নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা বৌজপতী চাকমার পাশে দাঁড়ালেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
বুধবার (৯ জুলাই) বিকেলে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায় ঋতুপর্ণার মাকে দেখতে তার বাড়ি ছুটে যান তিনি।
এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে জেলা পরিষদ চেয়ারম্যান ঋতুপর্ণা চাকমার মা বৌজপতী চাকমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরে ঋতুপর্ণা চাকমার মায়ের সুচিকিৎসার জন্য ৩লক্ষ টাকার চেক তার হাতে তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
ঋতুপর্ণার পরিবার এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের নিকট চলাচলের জন্য একটি সড়ক নির্মাণ কাজের দাবি জানান। জেলা পরিষদ চেয়ারম্যান এসময় খুব দ্রুত সড়কটি নির্মাণের কথাও জানান।