নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নানিয়ারচর উপজেলার জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৌজা হেডম্যান, কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক।
শনিবার (২৫শে মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার অডিঠোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান (পিএসসি), পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হাসেন।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খানের সভাপতিত্বে ও দি চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়–য়ার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা, থানার অফিসার ইনচার্জ মো. আজম উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রশাসন সজাগ থাকবে। কেউ যদি কোনরুপ বাধা প্রদান করে তবে তার ফল ভালো হবেনা। ভোটের মাঠে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কেউ জাল ভোট দিবেন না। জাল ভোট দিলে ২বছরের কারাদন্ডে দন্ডিত হবেন।
যদি কেউ কোন কেন্দ্রে বিশৃঙ্খলা করেন, এতে করে আপনাদেরই ক্ষতি হবে। কেননা এসব কেন্দ্রের ভোট বাতিল হবে।
প্রার্থীদের উদ্দ্যেশ্যে জোন অধিনায়ক বলেন, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হতে না পারলে মন খারাপ করবেন না। খেলাধুলায় যেমন হার জিত রয়েছে তেমনি নির্বাচনে হেওে গেলে কেউ হতাশ হবেন না। আগামীতে চেষ্টা করলে আপনি জয়লাভ করবেন বলে আমি আশাবাদী।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, রাষ্ট্রীয় কাজে কেউ বাধা প্রদান করবেন না। কেউ বাধা প্রদান করলে রাষ্ট্র সেটার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বক্তব্যে বক্তারা বলেন, পূর্বের তুলনায় নানিয়ারচরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ৫বছরে প্রশাসনের সার্বিক সহযোগিতায় নানিয়ারচর এখন শান্তিপূর্ণ। এই পরিস্থিতি বজায় থাকলে নানিয়ারচরে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।