নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম উদ্বোধন এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুুকদার।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনের সভাপতিতে¦ এতে গেস্ট অব অনার ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাফ হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও ভাইস চেয়ারম্যান দূর্গেশ^র চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বিগত সময়ে রাঙামাটি যে একটা অবহেলিত অঞ্চল ছিল তা থেকে গত কয়েক বছরে পাহাড়ে ব্যপক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায়।
তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে উন্নয়ন। আর এই উন্নয়নে বাধা হলো অবৈধ অস্ত্র। আমরা অনেক আগে থেকেই এসব অবৈধ অস্ত্রের কথা বলে আসছি। বক্তব্যে পার্বত্যাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ায় বাংলাদেশ সেনাবাহীনি কে শুভেচ্ছা জানান এই সংসদ সদস্য।
অনুষ্ঠান শেষে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন অতিথিরা। এসময় ৫৭জন শিক্ষার্থীর মাঝে ২হাজার টাকা হারে শিক্ষা সহায়তা ও জীবনমান উন্নয়নে ৫৭টি দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ২হাজার টাকা হারে সর্বমোট ২লক্ষ ২৮হাজার টাকা বিতরণ করা হয়।