॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ সবুজ সংঘ মাঠে আয়োজিত বর্ষাকলীন উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে হাজী ধন মিয়া স্মৃতি এবং রানারআপ হয়েছে চেলসি।
শুক্রবার বিকেলে সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় হাজী ধনমিয়া স্মৃতি। পরে দুদলই বার বার আক্রমণ করার পরও কোন দলই গোল করতে না পারায় ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজী ধনমিয়া স্মৃতি।
খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুস সবুর। এসময় স্থানীয় ক্রীড়া সংগঠকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর অতিথিরা অন্যান্য পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।