নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গণি চৌধুরী, কারেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবুল হাসেম, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া সহ বিভিন্ন মসজিদের ইমাম ও গম্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহানবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (স.) বিশ্ব শান্তিতে ত্যাগ এবং ইসলাম প্রচারে পরিশ্রম সম্পর্কে আলোচনা করেন। তার দেখানো পথেই মুসলিম উম্মাহর একমাত্র মুক্তি বলেও যোগ করেন বক্তারা।
আলোচনা শেষে অতিথিরা হামদ, নাত, কোরআন তেলাওয়াত সহ ইসলামিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় উত্তির্ণদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।