নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের সেকশন অফিসার কৃষিবিদ মো. মুরশিদুল ইসলাম।
রাঙামাটির ১০টি উপজেলার ২০ টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬০জন শিক্ষার্থী জেলা পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছেন। প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা, ক্বেরাত, হামদ নাত ও আযান এ অংশ নেন।
এসময় ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে বলেন, পড়া-লেখার কোন বিকল্প নাই। আসলেই আমার এতোটাই ডিভাইস নির্ভর হয়ে গেছি যে, আমাদের পাঠ্যপুস্তক পড়ার সময় নাই। এর বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে তোমাদের জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য আমি বলবো, ইসলামিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের বিষয়ে পড়ালেখা করতে পরো।
রাঙামাটিতে প্রত্যেকটা উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সমৃদ্ধ পাঠাগার রয়েছে। সেখানে প্রচুর ইসলামি বই, সাধারণ জ্ঞানের বই-প্রচুর পরিমাণে আছে এবং একটি-দুটি করে জাতীয় পত্রিকাও রাখা হয়। সেখানে সময় করে গিয়ে পড়বা। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেনি তাদের অনুপ্রেরণা দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা যাতে উত্তির্ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করতে পারে এই কামনা করে করেন।
রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার মোজাম্মেল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার আবু বক্কর, মো. নাছির উদ্দীন, মো. মাঈনুল আলম মুবিন, মো. নুরুন্নবী, মো. জয়নাল আবেদীন, সালাহউদ্দীন আহমদ, মাওলানা আসহাদুল ইসলাম, মাওলানা মো. মিরাজ উদ্দিন প্রমুখ।