নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যারয়ের উদ্যোগে সরকারীভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের ইমামদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ নভেম্বর) সকালে ফাউন্ডেশনের হল রুমে ইফা’র উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় কাঁঠালতলি দারুস সালাম মাদরাসার পরিচালক মাও. শামসুল আলম, পর্যটন দেওয়ান পাড়া মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেমসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, প্রকৃত আলেম আল্লাহভীরু ও হক। তারা সমাজে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকে। কিন্তু আমরা এখন দেখতে পাই এক আলেম আরেক আলেমের বিরোধিত করে। আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য পরিলক্ষিত হচ্ছে। তাইআসুন আমরা একে অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি না করে নিজের দোষ খুঁজি। তাহলে আমাদের কথা এবং দ্বীনের প্রচার মানুষের মনে প্রভাব ফেলবে।
বক্তব্যে ইকবাল বাহার বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা ইমাম প্রশিক্ষণ নিয়েছেন, তাদের অনেকেই সফল হয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম আমাদের ধর্মীয় জ্ঞান প্রচারে সহযোগীতা করছে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাতেও ইসলামিক ফাউন্ডেশনের সহজ কুরআন শিক্ষা ও সাধারণ শিক্ষা পৌঁছে যাচ্ছে। ইমাম প্রশিক্ষণে ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়নসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক, নারী পাচার রোধে কাজ করে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।