নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে সরকারিভাবে জাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক।
ইফার জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় এসময় কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, ফিল্ড সুপারভাইজার মোঃ আবু বক্কর, মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ মইনুল আলম মুবিন, জয়নুল আবেদিন ও মোজাম্মেল হকসহ রাঙামাটির দশ উপজেলার মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার ও মডেল মসজিদের ইমামগণসহ জেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ম্যাজিস্ট্রেট আশরাফুল হক বলেন, আমরা সাধারণত রমজান মাসে যাকাত প্রদান করে থাকি। তবে সারা বছরই যাকাত দেওয়া যায়। রমজান মাসে ১টাকা দান করলে ৭০টাকা দান করার সওয়াব পাওয়া যায়। তাই মূলত আমরা পবিত্র মাহে রমজানে এই যাকাত প্রদান করে থাকি। আপনারা যারা ইমাম ও খতিব আছেন মুসল্লিদের মাঝে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন। জনগণের মাঝে যাকাত সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা থাকলে যাকাতের আদায়ের অর্থ বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, আপনারা উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারদের সাথে কথা বলবেন। তারা আপনাদের কে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। জেলার আইনশৃংখলা সভায় যাকাত উত্তোলনে আপনাদের প্রস্তাবনা সমূহ তুলে ধরবেন। যাতে করে যাকাতের অর্থ বৃদ্ধি পায় এবং দারিদ্র বিমোচনে যাকাত ব্যাপক ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকবাল বাহার বলেন, ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী ৮২টি জায়গায় প্রতক্ষ ও পরোক্ষভাবে জাকাত প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রতক্ষভাবে ৩২টি জায়গায় যাকাত শব্দের উল্লেখ আছে এবং ২৬টি জায়গায় যাকাত কে সালাতের (নামাজের) সাথে আনা হয়েছে। এছাড়াও ১৯টি সুরার ২৯টি আয়াতে যাকাতের উল্লেখ রয়েছে।
তিনি আরো বলেন, যাকাত কোন অনুগ্রহের দান নয়। বরং এটা হচ্ছে ধনীর সম্পদে গরিবের সুনির্ধারিত প্রাপ্য। নেসাব পরিমান সম্পদের মালিক হলেই আপনাকে যাকাত প্রদান করতে হবে। যাকাত দিলে আপনার সম্পত্তি কমবে না বরং তা পবিত্র হবে ও বৃদ্ধি পাবে। এসময় তিনি যাকাতের গুরুত্ব ও তাৎপর্য সমূহ তুলে ধরেন। যাকাত উত্তোলন এবং সুষ্ঠু বন্টন বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের এই কর্মকর্তা।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।