নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট জামে মসজিদের দ্বিতীয় তলায় ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, ফিল্ড অফিসার আলী আহসান ভূইয়াঁ, ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, আপনাদের সাথে রাষ্ট্রের যে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক সেই ভালোবাসা থেকে আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করতেই আমরা এসেছি। শুধু ইফতার বিতরণ করতে নয়। এটা মূলত একটা উপলক্ষ্য।
তিনি আরো বলেন, আপনারা গুজবে কান দিবেন না। মসজিদে বয়ান করার সময় এই বিষয় গুলো মাথায় রাখবেন। ইসলামে গুজবের বিরুদ্ধে বলা হয়েছে। আপনারা এসব প্রচার করবেন। দেশের মসজিদ থেকে মক্তব গুলো উঠে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে গণশিক্ষা কার্যক্রম প্রসংশা করেন এই জেলা প্রশাসক।
ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় এসময় রাঙামাটি সদর উপজেলার সকল মসজিদ ও ইবাদাতখানায় দায়িত্বরত ২শত ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলেও জানায় ইসলামিক ফাউন্ডেশন।