রাঙামাটি প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের অধিনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলার উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামসুল ইসলাম, বরকল উপজেলা ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূইয়া, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ, কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা নাসির উদ্দীন ও কাউখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার জয়নাল আবেদীন ও বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ারটেকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী প্রতিটি উপজেলার ফিল্ড সুপারভাইজার ও কেয়ারটেকারদের সাথে কথা বলেন। তাদের আবেদন সমুহ বিবেচনা পূর্বক বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি শিক্ষা বিস্তারে সকল কে আন্তরিকভাবে কাজ করার ও নির্দেশনা প্রদান করেন।