মেহেদী ইমামঃ
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের রাঙামাটি উপপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও ক্বাজী মাওলানা আবুল কাসেম, দেওয়ান পাড়া মুহাম্মাদিয়া জামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল বাসিত খান, কালেক্টরেক্ট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, ভেদভেদী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক মো. রেদওয়ান ও ইফা কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাকেরা উপস্থিত ছিলেন।
ইফার হিসাব রক্ষক সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামের প্রচার ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। শিশু কিশোরদের মাঝে ইসলামি মূল্যবোধ ও ইসলামি সাংস্কৃতি ধারণ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান বিশ্বে অপসাংস্কৃতি ছড়িয়ে পড়েছে। ইসলামি তাহজিব তামাদ্দুন ধরে রাখতে ইসলামিক সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।