নিজস্ব প্রতিনিধিঃ
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৭ম প্রকল্প) আওতায় প্রাক-প্রাথমিক শিক্ষার্থী এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়।
সোমবার (১লা জানুয়ারী) সকালে বই বিতরণ উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী।
এসময় ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার হাফেজ মাওলানা বকতেয়ার হোসেন, বিভিন্ন গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক, দারুল আরকাম শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ইকবার বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় রাঙামাটিতে সাড়ে ১২হাজার প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী নতুন বই পাচ্ছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ১১টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৭শত শিক্ষার্থী পাচ্ছে নতুন বই।
বই বিতরণ শেষে দেশ এবং জাতির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।