গোলাম মোস্তফাঃ
রাঙামাটির লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম ইউনিয়নের মধ্যম ঘনমোড় এলাকার আশার প্রদীপ যুব সংঘের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারী) সকালে মধ্যম ঘনমোড় বাজারে ২০জন দরিদ্রের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আশার প্রদীপ শিক্ষা তহবিলের চেয়ারম্যান মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, ঘনমোড় ১ নং ওয়ার্ড মেম্বার ও আশার প্রদীপ যুব সংঘের উপদেষ্টা মোঃ শাহ জামাল, সংরক্ষিত মহিলা মেম্বার মনি বেগম, আশার প্রদীপ যুব সংঘের সভাপতি মোঃ আলী আকবর, ঘনমোড় সেনা মৈত্রী নিম্ন মধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও আশার প্রদীপ যুব সংঘের
সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল শুক্কুর প্রমূখ ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আশার প্রদীপ যুব সংগঠনটি দীর্ঘ দিন ধরে খেলাধুলা, দরিদ্র পরিবার কে সহজগিতাসহ সামাজিক সকল কাজ করে আসছে যা এখনো চলমান আছে।
বক্তারা আরো বলেন, আশার প্রদীপ যুব সংঘের সদস্যরা তাদের নিজেদের অর্থায়নে এবছর এলাকার ২০ জন দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।
নিজেদের অর্থায়নের পাশাপাশি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে এলাকার দরিদ্র শীতার্তরা শীত বস্ত্র পেয়ে আশার প্রদীপ যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।