নিজস্ব প্রতিনিধিঃ
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টঙ্গি বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা, হত্যা ও দেশের শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইজতেমার মাঠ দখলের পায়তারা করায় সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ডিসেম্বর) সকালে রাঙামাটি ফিসারী বাধ এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ট্রাক টার্মিনাল হতে প্রধান সড়ক হয়ে পৌরসভা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি হাজি মাওলানা শরিয়ত উল্লাহ, সহ-সভাপতি মাওলানা মো. সোয়াইব ও মাওলানা মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা ওমর আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. শামসুল আলম, তথ্য বিষয়ক সম্পাদক খলিল উল্লাহ, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা ইমাম উদ্দিন ও মাওলানা আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অরাজকতা সৃষ্টির লক্ষ্যে একটা চক্র ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। দেশের শীর্ষস্থানীয় আলেমদের নামে হয়রানিমূলক মামলা এদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নেবে না। তাবলীগ জামাতের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থিদের নিষিদ্ধের ও দাবি জানান বক্তারা।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।