নিজস্ব প্রতিনিধিঃ
আমরা খুবই ভাগ্যবান প্রফেসর ইউনুসের মতো একজন লোককে আমরা দেশের কান্ডারী হিসেবে পেয়েছি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ড. ইউনুসের প্রতি বিশ্বাস রাখুন। আপনাদের দাবি অনুযায়ী আমি উপরে কথা বলবো। গত ১৫/১৬ বছরে যে জঞ্জাল হয়েছে তা ১৫দিনে দূর করা সম্ভব নয়। সুতরাং আপনাদের কে ধৈর্য ধারণ করতে হবে।
বক্তব্যে তিনি ছাত্র সমাজের প্রতিনিধি নাহিদ এবং আসিফের কথা উল্লেখ করে বলেন, শুধু প্রফেসর ইউনুস বা আমরা নয় এখানে আপনাদের কথা ভাবার জন্য ছাত্র সমাজের প্রতিনিধি আসিফ এবং নাহিদরাও আছেন। তারা খুবই ট্যালেন্টেড। দেশ বিনির্মাণে তাদের উন্নত চিন্তা ভাবনার কথাও জানান এই উপদেষ্টা।
এর আগে ছাত্র সমাজের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে কথা বলেন, আব্দুল আহাদ ও মো. শাকিল। এসময় জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সুশীল সমাজের প্রতিনিধিদের নামে আওয়ামী ঘরনার লোকদের সাথে মতবিনিময় সভা করায় নিন্দা জানায় তারা।
বক্তব্যে সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল কমিটি ভেঙ্গে আওয়ামী ঘরনার দালাল মুক্ত কমিটি গঠন করে এই পাহাড়ের উন্নয়ন তরান্বিত করার দাবি জানান ছাত্রনেতারা।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙামাটি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সওকত ওসমান (এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।