নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “বহুভাষায় শিক্ষার প্রসার: পারস্পারিক সমঝোতা ও শান্তির জন্য স্বাক্ষরতা”।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাঙামাটির সহকারী পরিচালক মো. মামুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, আশ্রয় অঙ্গন সোসাইটির নির্বাহী পরিচালক অনিয় সাগর চাকমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও কোয়ালিটি এডুকেশন সম্পর্কে আলোচনা তুলে ধরেন। শিক্ষা ছাড়া কোনভাবেই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন বক্তারা।

এর আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।