॥ নিজস্ব প্রতিবেদক ॥
আন্তর্জাতিক যুব দিবস’২০২৩ উপলক্ষ্যে আজ সোমবার রাঙামাটিতে উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট (উইভ) এর উদ্যোগে যুবা কিশোরীদের নিয়ে আলোচনা সভা ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাঙামাটির রাজবাড়ী এলাকাস্থ মালেইয়া কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও নাসরিন ইসলাম, উপজেলঅ স্বাস্থ্য কর্মকর্তা বিমল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, উইভের নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরী। এচাড়াও বক্তব্য রাখেন রিমি চাকমা।
সভায় বলা হয়, তৃণমূল নারীদেও সংগটিত করা ও সচেতন করে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের কার্যক্রম পরিচালনার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে সম্পর্কিত আইন, নীতি-পদ্ধতিকে নারী ও প্রন্তিক জনগোষ্ঠির জন্য সহায়ক ভূমিকা পালন করা।
নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং নারীপক্ষের অধিকার এখানে এখনই প্রকল্পের আওতায় কিশোরী , যুবতী এবং ট্রাডিশন্যাল নারী নেতাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা। অনুষ্ঠানের শুরুতে নারী প্রজনন স্বাস্থ্য বিষয়ক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।