নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিরা নূর, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, কাপ্তাই পাল্পউড বন বিভাগের বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আহামদ শফিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সামনের বর্ষা মৌসুমে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয়না, খাদ্যের বিশাল একটা অংশ আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই বেশি করে গাছ লাগাতে হবে। জনসাধারণ কে বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।