॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্তঃস্কুল হ্যান্ডবল ও দাবা টুর্ণামেন্টে ৩য় স্থান অধিকার করেছে বিয়াম ল্যারেটরি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র আব্দুর নূর আহনাফ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের বালক বিভাগে ৩টি রাউন্ডে ৬জন প্রতিযোগির মধ্যে ৩য় স্থান অধিকার করেছে আহনাফ। বিয়াম লেবরেটরি স্কুলের পক্ষ থেকে এবারই প্রথম বারের মতো কোন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করে বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করলো প্রতিষ্ঠানটির ৩য় শ্রেণির ছাত্র আব্দুর নূর আহনাফ।
এদিকে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা’র সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।