নিজস্ব প্রতিনিধিঃ
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে অসহায়, দুস্থ, প্রতিবন্ধি ও দরিদ্র পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করেছে রাঙামাটি রিজিয়ন।
সোমবার (২রা ডিসেম্বর) সকালে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলের সামনে এই সহায়তা সামগ্রী বিতরণ করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান পিএসসি, পিএইচডি।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৩০৫ পদাতিক ব্রিগেড কর্তৃক বিতরণ করা এই সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, হুইল চেয়ার, খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ। এসময় প্রায় ১লক্ষ ৫০হাজার টাকা মূল্যের এই সহায়তা প্রদান করে রাঙামাটি রিজিয়ন।
এবিষয়ে রাঙামাটি রিজিয়ন কমান্ডার শওকত ওসমান বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ জনগনের পাশাপাশি কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগনের পাশে থাকতে বদ্ধ পরিকর। তারই ধারাবাহিকতায় আজকে আমাদেও এই ক্ষুদ্র প্রচেষ্টা।