নিজস্ব প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের ঘোষণায় নির্বাচনকে স্বাগত জানিয়ে সারাদেশের ন্যায় রাঙামাটির নানিয়ারচরেও আনন্দ মিছিল করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২০২৪ সালের ৭ই জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় ঘোষিত তফসিল’কে স্বাগত জানিয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে দলের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জুয়েল বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত।
বক্তব্যে প্রিয়তোষ দত্ত সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনী তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার’কে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং সর্বস্থরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। নির্বাচনকে ঘিরে বিএনপির অরাজকতা ও অগ্নিসংযোগ সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে এবং পাহাড়ের অভিভাবক দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে এক যোগে কাজ করার অনুরোধ করেন।