নিজস্ব প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) রাতে শহরের পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ও নিউ মার্কেট প্রদক্ষিণ করে বনরুপা তৈল পাম্পের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামিলীগ কে নিষিদ্ধ করতে বিশাল এই মিছিলে নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি, আইনজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপি সংগঠক জাকির হোসাইন, রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী সর্বজিৎ চাকমা, ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান, ইসলামি ছাত্র শিবির রাঙামাটি জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, অভিভাবক অ্যাডভোকেট হারুনুর রশিদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওবান, সরকারি কলেজ প্রতিনিধি ইমাম হোসাইন ইমু ও রাঙামাটি আল আমিন মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধি সায়েদা ইসলাম সাদিয়া প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তাদের অবৈধ সম্পদ ফেরৎ আনতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের ও হুমকি দেওয়া হয়।