নিজস্ব প্রতিনিধিঃ
অভিনব কায়দায় ইয়াবার চালানকালে ৯০পিস ইয়াবা আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।
গতকাল (২৬ নভেম্বর, বুধবার) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরে সাপ্তাহিক হাটে পণ্য পরিবহনকালে মাহিন্দ্রা করে ইয়াবা পাচার করার চেষ্টা করে মো. আলিম (৩০) নামের এক যুবক।
এঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ৯০পিস ইয়াবার চালানের আটকের মূল হোতা মো. আলিম খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কালো পাহাড় এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
