নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং সাবেক্ষং ইউনিয়নের ৯নং ওয়ার্ড উচ্চ কেংগালছড়ি এলাকার অসহায় হয়ে পড়া পরিবারের মাঝে শীতবস্ত্র, হাড়ি-পাতিল, শুকনো খাবার এবং নিত্যপণ্য বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান।
এসময় সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ইউপি সদস্য দিগন্ত চাকমা, ভুক্তভোগী পরিবারের সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, গতকাল সকালে সুপন চাকমার বসতঘরে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু তাৎক্ষণিক আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিভানো আর সম্ভব হয়ে উঠেনি। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এসময় পরিবারের সদস্যরা ঘরে না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এঘটনায় মাথা গোঁজার মতো সরকারের কাছে কিছু সহযোগিতা প্রার্থনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার। ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নির্বাহী অফিসার। এতে ৬ থেকে ৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।