নিজস্ব প্রতিনিধিঃ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল)। নানিয়ারচর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দ্বিচানপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিশিরাম চাকমা কে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।
শনিবার (১৭ মে) সকালে নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা বিতরণ করেন, নানিয়ারচর জোনের সিকিউরিটি অফিসার মেজর মো. আসিফুর রহমান (পিএসসি)।
এবিষয়ে মেজর আসিফ বলেন, নানিয়ারচর জোন সব সময় সাধারণ মানুষের পাশেই আছে। এলাকার নিরাপত্তা প্রদানের পাশাপাশি আমরা চেষ্টা করি সাধারণ মানুষ যেন সুখে ও শান্তিতে থাকে।
জানতে চাইলে নিশিরাম চাকমা জানায়, গত বৃহস্পতিবার সকালে আমার ঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার স্যার আমাকে ৪বান ঢেউটিন ও নগদ ১০হাজার টাকা প্রদান করেন। আমি নানিয়ারচর জোন কমান্ডার স্যারের প্রতি কৃতজ্ঞ।
এসময় নানিয়ারচর জোনের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ ও স্থানীয় ইউপি সদস্য দীগন্ত চাকমা সহ উপকারীভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।